English Version   
আজ বৃহস্পতিবার,২৫শে মে, ২০১৭ ইং, ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৩৮ হিজরী

বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

এপ্রিল ২১, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ

 

শীর্ষ খবর:

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার গালাহার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাকিব (১৮) ও শাকিল (২২)। তাদের বাড়ি উপজেলার রাজগাতী গ্রামে। তারা হাঁসের বাচ্চার ব্যবসা করতেন বলে জানা গেছে।

নান্দাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, শুক্রবার সকালে দুই যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে হাঁসের বাচ্চা নিয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গালাহার কানারামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ওই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। এ ঘটনার পর বাসচালক পালিয়েছে বলে জানান ওসি।

Print Friendly
 
সংবাদটি পড়া হয়েছে 1049 বার
 
শীর্ষ খবর/আ আ

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 
 
 
 

সম্পাদকীয়

 
 
 
 
 
  • বাড়িতে যখন একা

    বাড়িতে একা একা নিজের মতো সময় কাটানোর সুপ্ত ইচ্ছা সবার মাঝেই আছে। কিন্তু সময় এবং সুযোগ কোনোটিই হাতের নাগালে আসে না বিধায়…... রবিবার, মে ২১, ২:৫৩:১৯

 
 
 
 
  • চেনা শহর

    সাইফুন্নেছা সানিয়া:বহুদিন পর চেনা শহরে অচেনা আমি— একা…... বুধবার, মে ২৪, ২:৫৮:৪৬

 

ক্যালেন্ডার

 
 
 

জনপ্রিয় বিষয় সমূহ:


কপিরাইট ©২০১০-২০১৬ সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত শীর্ষ খবর ডটকম

প্রধান সম্পাদক : ডাঃ আব্দুল আজিজ
পরিচালক বৃন্দ: সামছু মিয়া

ফোন নাম্বার: +447536574441
ই-মেইল: info.skhobor@gmail.com
ই-মেইল: info@sylheteralap.com