English Version   
আজ রবিবার,২৫শে জুন, ২০১৭ ইং, ১১ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৩৮ হিজরী

ব্রিটেনে ২০০,০০০ বাড়ি খালি অবস্থায় আছে

এপ্রিল ২১, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ

 

শীর্ষ খবর:

লন্ডন টাইমস নিউজঃ সমগ্র ইংল্যান্ডে প্রায় ২০০,০০০ খালি প্রোপার্টি  পরে আছে, গত ছয় মাস ধরে, যার মূল্য প্রায় ৪৩ বিলিয়ন। অথচ লন্ডন সহ আশে পাশের শহরে অসংখ্য মানুষ বাসা বাড়ির জন্য অপেক্ষমান তালিকায় দিনাতিপাত করছেন।

 

ব্রাডফোর্ড এবং লিভারপুলের পর বার্মিংহাম হলো সব চাইতে বেশী খালি প্রোপার্টি পরে আছে, প্রায় ৪৩৯৭টি খালি প্রোপার্টি রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৯৫৬ মিলিয়ন।

 

আর ওয়েলথি বারা হিসেবে চেলসি এবং কেনসিংটনও খুব খারাপ রেকর্ড রয়েছে এ ব্যাপারে।

 

রয়াল বারাতে ১৩৯৯টি খালি প্রোপার্টি রয়েছে, যার বাজার মূল্য ৬৬ মিলিয়ন পাউন্ড, ক্রয়ডনে ১,২১৬টি খালি প্রোপার্টি রয়েছে।

 

জানা গেছে, সরকার এবং কাউন্সিল এই খালি প্রোপার্টি সংখ্যা কমানোর জন্য কাজ করছে, যাতে ট্যাক্স ইনসেনটিভ কমিয়ে মালিকদের খালি বাড়ি ছেড়ে দেয়ার জন্য উৎসাহ যোগাচ্ছে।

Print Friendly
 
সংবাদটি পড়া হয়েছে 1098 বার
 
শীর্ষ খবর/আ আ

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 
 
 
 

সম্পাদকীয়

 
 
 
 
 
 
 
 
 
 
 

ক্যালেন্ডার

 
 
 

জনপ্রিয় বিষয় সমূহ:


কপিরাইট ©২০১০-২০১৬ সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত শীর্ষ খবর ডটকম

প্রধান সম্পাদক : ডাঃ আব্দুল আজিজ
পরিচালক বৃন্দ: সামছু মিয়া

ফোন নাম্বার: +447536574441
ই-মেইল: info.skhobor@gmail.com
ই-মেইল: info@sylheteralap.com