English Version   
আজ বৃহস্পতিবার,২৫শে মে, ২০১৭ ইং, ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৩৮ হিজরী

বিয়ের আসর থেকে বরকে তুলে নেয়া সেই ‘রিভলবার রানি’ গ্রেফতার

মে ১৮, ২০১৭ ৭:৩২ অপরাহ্ণ

 

শীর্ষ খবর:

‘রিভলবার রানি’ সিনেমার মতো মাথায় পিস্তল ঠেকিয়ে বিয়ের আসর থেকে বরকে তুলে নেওয়া সেই প্রেমিকা গ্রেফতার হয়েছে। পুলিশ আজ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে।

ভারতের উত্তর প্রদেশের বুন্দেলখন্ডে গত মঙ্গলবার রাতে এক বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে যায় প্রেমিকা দাবীদার ভার্সা সাহু (২৫) নামে ওই নারী। দামি ব্র্যান্ডের একটি গাড়ি নিয়ে বিয়ের আসরে ঢোকেন ওই নারী। তার সঙ্গে দুজন যুবকও ছিলেন। বরের মাথায় পিস্তল ঠেকিয়ে তিনি বলেন, ‘এই লোকটা আমাকে ভালোবাসে, কিন্তু অন্য একজনকে বিয়ে করে সে আমার সঙ্গে প্রতারণা করছে। আমি এটা হতে দেব না।’

ভার্শা তার মা ও বোনের সঙ্গে থাকেন। থানায় বসে তিনি দাবি করেন, তিনি সেখানে পিস্তল নিয়ে যাননি। এটি সম্পূর্ণ বানোয়াট কথা।

পুলিশকে তিনি বলেন, ‘ওই রাতে সে (বর) গাড়ির কাচে টকটক শব্দ করেন। এরপর দরজা খুললে নিজের ইচ্ছাতেই সে গাড়িতে ওঠে। এই বিয়েতে সে রাজি ছিল না। ওই মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতও ছিল না। মেয়ের পরিবার জানত যে ছেলে অন্য একজনকে ভালোবাসে। কিন্তু তাদের ভাষ্য তাদের মেয়ে পরিস্থিতি সামলে নেবে।’

বান্দার পুলিশ কর্মকর্তা আর কে মিশ্রা বলেন, ‘ওই তরুণী বলছেন কাজের সূত্রে তাদের পরিচয়। এরপর আট বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। ছেলে বিয়েতে রাজি ছিল না।’

তবে বর অশোক যাদব এখনো নিখোঁজ। ঘটনার পরপরই কনের পরিবার অপহরণের অভিযোগে মামলা করে।

সূত্র: এনডিটিভি

Print Friendly
 
সংবাদটি পড়া হয়েছে 1140 বার
 
শীর্ষ খবর/আ আ

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 
 
 
 

সম্পাদকীয়

 
 
 
 
 
  • বাড়িতে যখন একা

    বাড়িতে একা একা নিজের মতো সময় কাটানোর সুপ্ত ইচ্ছা সবার মাঝেই আছে। কিন্তু সময় এবং সুযোগ কোনোটিই হাতের নাগালে আসে না বিধায়…... রবিবার, মে ২১, ২:৫৩:১৯

 
 
 
 
  • চেনা শহর

    সাইফুন্নেছা সানিয়া:বহুদিন পর চেনা শহরে অচেনা আমি— একা…... বুধবার, মে ২৪, ২:৫৮:৪৬

 

ক্যালেন্ডার

 
 
 

জনপ্রিয় বিষয় সমূহ:


কপিরাইট ©২০১০-২০১৬ সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত শীর্ষ খবর ডটকম

প্রধান সম্পাদক : ডাঃ আব্দুল আজিজ
পরিচালক বৃন্দ: সামছু মিয়া

ফোন নাম্বার: +447536574441
ই-মেইল: info.skhobor@gmail.com
ই-মেইল: info@sylheteralap.com