English Version   
আজ বৃহস্পতিবার,২৫শে মে, ২০১৭ ইং, ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৩৮ হিজরী

কক্সবাজারে ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

মে ১৯, ২০১৭ ১১:৩০ অপরাহ্ণ

 

শীর্ষ খবর:

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার শহরের নুরপাড়ায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও বেধড়ক মারধর করে নগদ টাকা ও মোবাইল সেটসহ সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নুরপাড়ার উমেদিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত সিরাজের ব্যাপারে চিকিৎসক বলেন,  মারধরের ঘটনায় সিরাজের গলায় প্রচণ্ড আঘাত পেয়েছে এবং গলা ফুলে অস্বভাবিক হয়ে গেছে। সেরে ওঠতে সময় লাগবে।

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর মডেল থানার এএসাই আশিষ জানান, ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকাসহ মোবাইল লুটের খবর পেয়েই সাথে সাথেই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের ধরার জন্য খোঁজ-খবর নেয়া হচ্ছে।

আহতের স্বজন জানায়, হামলার ঘটনায় কারা জড়িত ছিল আমরা ইতোমধ্যে তাদের দুইজনের নাম পেয়েছি। বাকিদের নাম সংগ্রহ করে থানায় এজাহার জমা দেয় হবে।

Print Friendly
 
সংবাদটি পড়া হয়েছে 1039 বার
 
শীর্ষ খবর/আ আ

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 
 
 
 

সম্পাদকীয়

 
 
 
 
 
  • বাড়িতে যখন একা

    বাড়িতে একা একা নিজের মতো সময় কাটানোর সুপ্ত ইচ্ছা সবার মাঝেই আছে। কিন্তু সময় এবং সুযোগ কোনোটিই হাতের নাগালে আসে না বিধায়…... রবিবার, মে ২১, ২:৫৩:১৯

 
 
 
 
  • চেনা শহর

    সাইফুন্নেছা সানিয়া:বহুদিন পর চেনা শহরে অচেনা আমি— একা…... বুধবার, মে ২৪, ২:৫৮:৪৬

 

ক্যালেন্ডার

 
 
 

জনপ্রিয় বিষয় সমূহ:


কপিরাইট ©২০১০-২০১৬ সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত শীর্ষ খবর ডটকম

প্রধান সম্পাদক : ডাঃ আব্দুল আজিজ
পরিচালক বৃন্দ: সামছু মিয়া

ফোন নাম্বার: +447536574441
ই-মেইল: info.skhobor@gmail.com
ই-মেইল: info@sylheteralap.com