English Version   
আজ বুধবার,২৪শে জানুয়ারি, ২০১৮ ইং, ১১ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী

আজকে

  • ১১ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ
  • ২৪শে জানুয়ারি, ২০১৮ ইং
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী
 

সোশ্যাল নেটওয়ার্ক

 

শীর্ষখবর ডটকম

নোয়াখালীর স্বর্ণদ্বীপে ‘অপারেশন ব্যাঘ্র থাবা’

Pub: রবিবার, জানুয়ারি ১৪, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ   |   Modi: রবিবার, জানুয়ারি ১৪, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ
 
 

শীর্ষ খবর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর স্বর্ণদ্বীপ এলাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন আক্রমণ অভিযানের মহড়া ‘অপারেশন ব্যাঘ্রথাবা’। রবিবার দুপুর ১২টায় এই মহড়া হয়।

শীতকালীন প্রশিক্ষণ ও ম্যানুভার অনুশীলনের অংশ হিসেবে স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এ মহড়া চালায়। ১৭ পদাতিক ডিভিশনের ৫২ পদাতিক বিগ্রেড এই প্রশিক্ষণ মহড়া পরিচালনা করে। অনুশীলনে পদাতিক, সাঁজোয়া এবং গোলন্দাজ বাহিনী ছাড়াও সেনাবাহিনীর অন্যান্য আর্মস ও সার্ভিসেস অংশগ্রহণ করে। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করা হয়।

মহড়ায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীমুজ্জামান, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাশেদ আমিন, ৫২ পদাতিক বিগ্রেড এর বিগ্রেডিয়ার কায়সার মালিক উপস্থিত ছিলেন।

২০১৩ সাল হতে স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা অবস্থার উন্নতি, সামাজিক বনায়ন কর্মসূচি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব সাফল্যের সাথে পালন করে আসছে।

Print Friendly, PDF & Email
 
 

শীর্ষ খবর/আ আ

 
 
সংবাদটি পড়া হয়েছে 1045 বার
 
 
 
 
 
 

জনপ্রিয় বিষয় সমূহ:


কপিরাইট ©২০১০-২০১৬ সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত শীর্ষ খবর ডটকম

প্রধান সম্পাদক : ডাঃ আব্দুল আজিজ

পরিচালক বৃন্দ: আবদুল আহাদ, সামছু মিয়া,
মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ফোন নাম্বার: +447536574441
ই-মেইল: info.skhobor@gmail.com