English Version   
আজ বুধবার,২৪শে জানুয়ারি, ২০১৮ ইং, ১১ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী

আজকে

  • ১১ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ
  • ২৪শে জানুয়ারি, ২০১৮ ইং
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী
 

সোশ্যাল নেটওয়ার্ক

 

শীর্ষখবর ডটকম

মৌলভীবাজারে ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু

Pub: শনিবার, জানুয়ারি ১৩, ২০১৮ ১১:২৩ অপরাহ্ণ   |   Modi: শনিবার, জানুয়ারি ১৩, ২০১৮ ১১:২৩ অপরাহ্ণ
 
 

শীর্ষ খবর

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে চলছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। তিন দিনব্যাপী মেলা আজ শনিবার শুরু হয়েছে।

পৌষ সংক্রান্তি উপলক্ষে কুশিয়ারা নদীর তীরে মাছের মেলা বসলেও এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ- এই তিন জেলার মিলনস্থল শেরপুর এলাকায় বসে মাছের মেলা। বিভিন্ন স্থান থেকে ক্রেতারা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে আসেন মেলায়।

এবারের মেলায় হাকালুকি, টাঙ্গুয়া, হাইল হাওর ছাড়াও সুরমা, কুশিয়ারা, মেঘনা নদীর ছোট-বড় নানা জাতের প্রচুর উঠেছে। এর মধ্যে রয়েছে ৬০ থেকে ৯০ কেজি ওজনের বাঘা মাছ। রয়েছে- আইড়, চিতল, রুই, কাতল, মৃগেল, কালবাউস, বোয়ালসহ নানা জাতের মাছ।

মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে শেরপুরে কুশিয়ারা নদীর তীরে ঐতিহ্যবাহী মাছের মেলা বসে পৌষ সংক্রান্তি উপলক্ষে। মাছ ব্যবসায়ী কবির মিয়া জানান, হাকালুকি হাওর থেকে মাছ নিয়ে মেলায় এসেছেন। মেলার কয়েক দিন আগ থেকে মাছ সংগ্রহ শুরু করেন। মেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন মাছ ব্যবসায়ীরা।

মেলায় ঘুরতে আসা রেদওয়ান রহমান জানান, গত বছরের থেকে এই বছর মেলায় মাছের দাম একটু বেশি। দেখা যাক, শেষের দিকে কী অবস্থা দাঁড়ায়।

এটি মাছের মেলা হলেও বিভিন্ন পসরার শত শত দোকান বসে। ফার্নিচার, গৃহস্থলী সামগ্রী, খেলনা, খাবারের দোকান স্থান পায়। শিশুসহ সব শ্রেণির মানুষকে মাতিয়ে রাখে বায়োস্কোপ বা চরকি খেলা।

শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু জানান, মেলা ঘিরে সব ধরনের অসাধু কার্যকলাপ বন্ধ করতে এবং মেলাকে আনন্দময় করতে প্রশাসনের সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, মেলা ঘিরে সব ধরনের অসাধু কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনের নজরদারি রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 

শীর্ষ খবর/আ আ

 
 
সংবাদটি পড়া হয়েছে 1050 বার
 
 
 
 
 
 

জনপ্রিয় বিষয় সমূহ:


কপিরাইট ©২০১০-২০১৬ সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত শীর্ষ খবর ডটকম

প্রধান সম্পাদক : ডাঃ আব্দুল আজিজ

পরিচালক বৃন্দ: আবদুল আহাদ, সামছু মিয়া,
মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ফোন নাম্বার: +447536574441
ই-মেইল: info.skhobor@gmail.com