fbpx
 

ধন্য আরাফাত রহমান কোকো ধন্য তোমার মাতা-পিতা

Pub: বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯ ১০:৫৬ অপরাহ্ণ   |   Upd: রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

সায়েক এম রহমান:

ধন্য আরাফাত রহমান কোকো ধন্য তোমার মাতা-পিতা

তোমার নামাজের জানাজা লাখো লাখো মানুষের ঢল
যতদূর চোঁখ যায় শুধু মানুষের কোলাহল।
বায়তুল মোকারমের উত্তর গেট থেকে নয়াপল্টন,
আর দক্ষিণ গেট থেকে নবাবপুর,
লোকে ছিল লোকারণ্য,
তোমার জানাজা হলো ধন্য।
তুমি ছিলে মাথা-পিতার বড় আদরের ধন,
তুমি হলে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের উদাহরণ।
জাতি দেখেছে তুমি ছিলে নির্দোষ ,
তাই তো সবার অন্তরে তুমি এখন মহাপুরুষ।
ভুলবে না এ জাতি ভুলবে না তোমায় কোন দিন,
তুমি আছ্ অন্তরে গাঁথা প্রতিদিন।
কতদিন হয় গেছ তুমি দূর ঠিকানায়,
মহান আল্লাহর রহমত বর্ষিত হোক,
জাতি আজ এই কামনায়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ