fbpx
 

কে ডাকে?

Pub: Wednesday, May 1, 2019 8:10 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আখতার বানু শেফালি:

অনন্ত অম্বরে কেউ যেন ডেকে ফেরে,
কিসের মায়ায় নিজেকে বিলাস ওরে?
মিছেই মায়ায় জড়িয়ে আছিস বোকা
মিছে ভালবাসা মিছে যে মায়ার ধোঁকা
ওখানে তোর কেউ নাই ওরে কিছু নাই,
আয় এখানে যেখানে অনন্তকালের ঠাঁই।
আমি খুঁজে ফিরি অনন্ত সে আহ্বান?
কে ডাকে কোথায় অদৃশ্য কে সেই জন?
যতো তাঁরে খুঁজি সে যেনো তত লুকায়
শুন্য সে ডাক কেবল হাওয়ায় মিলায়।
আমি ছুটে যেতে চাই সে অচেনা পথে,
কারা যেনো এসে বাঁধা দেয় সে রথে।
আমার ফেরার কালে,কারা বাঁধ সাধে,
স্নেহ ভালবাসা কেবলি মায়ায় বাঁধে।
সকল বন্ধন ছিন্ন করে সবে ফিরে যায়
ফিরে যাওয়ার জন্য আসা দুনিয়ায়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ