শীর্ষ খবর ডটকম
শয়তান এখন- ভীষণ হাসিখুসি
আহলাদে আটখানা,
অবসরে অবসরে দিন কাটে তার
ফূর্তি, ঘুম আর খানা।
শয়তানের কাজ মানুষেরা করছে
শয়তান বলে- ভাই,
চালিয়ে যাও হত্যা-ধর্ষণ-দলবাজি
আমি তালিয়া বাজাই।
শয়তান বলে, তোমরা এখন গুরু
সূক্ষ্ম হাতে করো কাজ,
নামে শুধু আশরাফুল মাখলুকাত
অপকর্মে নেই লাজ।
নৃশংস আধিপত্যে- খুশি আমি
শয়তান নটরাজ,
আমি নিশ্চিত, আমার চেয়ে তোমাদের
কারুময় কারুকাজ।
মারো মানুষ যত খুশি- আপত্তি নাই
করো অপকর্ম, আমি হানিমুনে যাই।
শীর্ষ খবর/আ আ