fbpx
 

তেষ্টা : নাসিমা হক মুক্তা

Pub: মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯ ১২:২২ অপরাহ্ণ   |   Upd: মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯ ১২:২২ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আশা করছি
আজ আসবে একটি চিঠি
সমুদ্র থেকে ভেসে নীলিমার রং ছুয়ে
বালিতে দুমড়ি খেয়ে –
হ্নদয়ের শিখরে জানান দিবে
একটি শব্দ –
আমি তোমাকে ভালোবাসি।

এই শব্দটির এতটাই শক্তি যে
শুকনো পাতা ও ডালপালা ক্রমশ
ধ্যানস্থ প্রেরণায়
এক মুঠো রঙিন প্রত্যাশা কে ছাড়িয়ে?
অপার মুগ্ধতায়
শ্বাসের সঙ্গে শ্বাস।

তার নাম পিসাসা
তেষ্টা মিটায়
ফুল ভরতি ডালে
ঠোঁট ফাঁক করে সীমাহরণ
অবিরল সুখের ছাতার নিচে ঘুমায়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ