fbpx
 

মেঘ পরী : সোমা মুৎসুদ্দী

Pub: Saturday, August 24, 2019 12:53 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মেঘপরী আয়, মেঘপরী আয়,
মেঘের দেশে যাব।
কোথায় গেলে মাগো আমি,
মেঘপরী কে পাবো।
তাকে পেলেই, এক নিমিষে,
মেঘের দেশে উড়বো।
মেঘের দেশের আনাচ, কানাচে,
তারই সাথে ঘুরবো।
তুলোর মত সাদা মেঘে,
বসব চুপটি করে।
থাকব, খাব, ঘুমটি যাব,
মেঘ পরীটার ঘরে।
মায়ের মত আদর করে,
গল্প আমায় বলবে।
বাবার মত অবসরে,
বন্ধু হয়েই খেলবে।
মন খারাপের দিনগুলোতে,
মেঘপরীকে চাই।
কোথায় গেলে মাগো আমি,
মেঘপরীকে পাই।

কবি ও লেখক- সোমা মুৎসুদ্দী।
চট্টগ্রাম।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ