fbpx
 

আমি যদি যাই হারিয়ে : বালুচর

Pub: Friday, October 18, 2019 5:51 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আমি যদি যাই হারিয়ে ,নীল আকাশের চন্দ্রালোকে
গোলক ধাঁধায় মরুর বুকে।
চাঁদ তারাতে মাখামাখি
জোছনা হবে খেলার সাথী।

সেই আমারে পাবেনা আর,সন্ধ্যা এলে বদ্ধঘরে
বলবেনা আর প্রদীপ জ্বালো
আঁধার কেটে ফুটুক আলো।
ভাবনা যাবে খেই হারিয়ে ,পাবেনা আর হাত বাড়িয়ে।
দেখবে চেয়ে সবই ফাঁকা
কাঁদবে বসে তুমিই একা।

নিকষ কালো অন্ধকারে, রাত বেড়ে খুব গভীর হলে
নীম পাখি আর পেঁচার ডাকে
ভূতুড়ে সেই পরিবেশে
আত্মভুলে তন্দ্রা মাঝে, পাবেনা আর এই আমাকে।
আমি তখন আকাশ তারায়
ঝিঁ ঝিঁর গানে দূর ঠিকানায়।
সেই আমি হই ধ্রুবতারা
গগন মাঝে………বাঁধনহারা।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ