fbpx
 

ধর্মে ভরা এই জাহান : বালুচর

Pub: Friday, October 18, 2019 2:35 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

গর্ব করি ইবাদতের-
ধর্মে আমি মুসলমান
নানান জাতির নানান ধর্ম
ধর্মে ভরা এই জাহান।

আসমানি কিতাবের দাবী
তাওরাত ইঞ্জিল আল কোরআন
কোন সে ধর্মে আছে লেখা
প্রথম ছবক নয় ঈমান।
গর্ব করি ইবাদতের-
ধর্মে আমি মুসলমান।

স্বর্গ আর জান্নাতের আশে
একে অন্যের ভিন্ন বাসে
চাইনা কোন নরক দোজখ
কোন ধর্ম দেয় সমাধান।
নানান জাতির নানান ধর্ম
ধর্মে ভরা এই জাহান।

কে বুঝে চায় ধর্মের মর্ম
কর্মেতে রয় যার প্রমাণ
জ্বীন ফেরেস্তা আদম ভজে
মানুষ করে তা অজ্ঞান।
নানান জাতির নানান ধর্ম
ধর্মে ভরা এই জাহান।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ