fbpx
 

এলো হেমন্ত : শিরিন আফরোজ

Pub: Saturday, October 19, 2019 1:38 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

শরৎ রাণী, রূপের রাণী
বিদায় নিলো জানি,
হেমন্তেরি আগমনে
সজীব মাতৃভূমি।
ফুলে ফুলে ভরে উঠে
বাংলার চারদিক,
ছাতিম ফুলের সুভাষ ছড়ায়
হেমন্তেই অধিক।
ভোরের ঘাসে শিশির কণা
আপন মনে স্বপ্ন বুনা,
শিশির ছোঁয়ায় ভালোলাগা
যতন করে মন।
স্নিগ্ধ বাতাস, ফুলের সুভাষ-
প্রকৃতি অপরূপ,
এতো হেমন্তেরি রূপ।
মাঠের পরে মাঠ দেখা যায়
ফসলে ভরপুর,
হেমন্তেরি আগমনে
বেড়ে যায় বাংলার রূপ।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ