fbpx
 

রূবাইয়্যাতঃ তুমি আমি গিলমান-হুর : বালুচর

Pub: Thursday, October 24, 2019 8:36 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

১)
বিষন্ন এই ধরায় যখন, ফুটবে আবার গোলাপ ফুল
তা থেকে এক খোঁপায় গুঁজে,বেঁধে নিও মাথার চুল।
সেই অবেলা দেখবোনা হায়,রইবো তখন বহু দূর
দুঃখ যদি দেয় গো তাড়া,ঠিক জানিও মনের ভুল।
২)
তুলতে গোলাপ অসাবধানে,বিঁধে যদি কোমল হাত
বিষের ব্যথায় উঠবে জেগে, ঘুম হবেনা সে নির্ঘাত।
রক্ত ফোটার ফিনকি দেখো,থেমে যাবে এলে ভোর
সেই আমাকে রেখো মনে,না হয় শুধু একটি রাত।
৩)
ফিরলে কভূ এই ধরাতে,দেখবে নাহয় কাজল চোখ
না পাওয়ার শোক বেদনাতে,তাই রেখোনা শুষ্ক বুক।
হ্নদ বেদনার মোমের আলোয়,পুড়লে কখন অন্তপুর
সেই শিখাতে ঢেলে দিও, জীবন খাতার সকল দুখ।
৪)
এ জীবনে ভুল না হলে,কেনো তবে আর আফসোস
পর জীবনে ঠিক জানিও, অপেক্ষায় রয় অনেক সুখ।
সেই আসরে হয়তো হবো, তুমি-আমি গিলমান-হুর
এই ভালো সব ভুলে যাওয়া,থাকবে কেনো পরান্মূখ।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ