fbpx
 

হেমন্তের ছোঁয়া : শিরিন আফরোজ

Pub: Sunday, October 27, 2019 3:44 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

হেমন্তের ছোঁয়া লেগেছে
পাহাড় তোমার গায়ে,
সবুজ সজ্জায় সেজে আছো
রূপ মাধুরি নিয়ে।
তোমার বুকে জন্ম নেয়
নানান গাছগাছালি,
ডালে ডালে ঘুরে বেড়ায়
বানর, পাখপাখালি।
ফুলে ফুলে বেড়ায় ঘুরে
রঙিন প্রজাপতি,
গাছের ডালে মৌচাকে ভরা
থাকে মৌমাছি।
লতাপাতা, ঔষধি গাছ
রয়েছে আরও কত কি,
সাপ, শিয়ালের আনাগোনা
আছে শুনেছি।
ষড়ঋতুর এই বাংলায়
নানান সাজে সাজো,
হেমন্তের শুভ্র ছোঁয়ায়
সজীবতায় জাগো।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ