fbpx
 

অলস মেয়ে : শিরিন আফরোজ

Pub: Sunday, November 3, 2019 6:01 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

পাশের বাড়ির দোলন চাঁপা
সে দেখতে অনেক মোটা,
খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো
কাজের বেলায় ফাঁকা।
এ করবো, সেই করবো-
শুকিয়ে আমি দেখায় ছাড়বো
বলে নানান কথা।
কাজ কর্মে অলসতা
কিছু করতে গেলে তার শরীর ব্যথা,
ক্ষিধে লাগলে করে মাথা ব্যথা,
বড়ো যন্ত্রণা।
পাশের বাড়ির দোলন চাঁপা
কথা ও বলে বেশি-
ব্যায়াম করবো, খাওয়া কমাবো,
ঘুমাবো না তো আর বেশি।
প্রতিদিনের কথাগুলো তার
শুনলে হাসি পায়,
নানান রকম কথা ওসে
বলে বলে বেড়ায়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ