fbpx
 

অতিথি পাখি : শিরিন আফরোজ

Pub: Tuesday, November 5, 2019 4:20 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

দূর দুরান্ত থেকে ছুটে আসে
নানান জাতের পাখি,
শীতের শুরুতে শুরু করে ওরা
এ দেশে বসতি।
কিছু কিছু জায়গায় ওরা
করে নেয় ঘাঁটি,
কয়েক মাসের জন্য এসে
মুখরিত করে বাংলার মাটি।
শতশত পাখি প্রেমী
অপেক্ষা করে-
কখন যে আসবে ওরা
এ বাংলার তরে।
কিচির-মিচির কলকাকলি আর
ডানা ঝাপটায় পানিতে,
এ অপরূপ দৃশ্য দেখতে
ভীড় করে মানুষ খুশিতে।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ