fbpx
 

চড়ুই বাহাদুর – বালুচর

Pub: Thursday, November 7, 2019 10:08 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

কা কা রবে কাকে ডাকে
কূহু কোকিল ডাক
জলে ভেসে সাঁতার কেটে
হাঁসে ডাকে প্যাঁক।

গাছের ডালে চিকন সুরে
শালিক করে গান
ঝোপের আড়াল থেকে ঘুঘু
জানায় ঐকতান।

গগনজুড়ে ডানা মেলে
ছিঁহি ডাকে চিল
কিচিরমিচির করে চড়ুই
দেখে আকাশ নীল।

মিহি সুরের তানে দোয়েল
ভাঙে প্রিয়ার মান
মাছারাঙা মাছ, ধরার সময়
ছুটায় দ্রুতযান।

পোকা মাকড় খেয়ে পরে
ফিঙে তুলে হাই
ফুড়ুৎ ফুড়ুৎ টুনটুনি যায়
সময় হাতে নাই।

সবাই বাঁধে গাছে বাসা
চড়ুই বাহাদুর
অট্টালিকায় ঘুম ছাড়া তার
হয়না যেন ভোর।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ