fbpx
 

জন্মভূমি আমার

Pub: শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯ ৪:৩৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

জাফর পাঠান

কণ্টকাকীর্ণ এ কোন্ পথের- পথিক হয়েছো তুমি
ত্রপিত-ত্রস্ত-সংক্ষুব্ধ আমি- হে আমার জন্মভূমি।
সবই জানো তুমি ।

ঐ পথে হাঁটে ধিকৃত লোভ, অহমের মদমত্ততা
দল বেঁধে হাঁটে ওথা- নির্লজ্জ-বেহায়া-ক্ষমতান্ধতা।
পথে পথে পতিত- প্রতিবাদী পথচারীর পরাগ
ঐ পথে পদদলিত- মৌলিকাধিকারের অনুরাগ।
দুঃখের ক্ষত দাগ।

অমানিশির কুলক্ষণে ছায়াগুলির আসা-যাওয়া
ভয়াল ভৌত ভয়- করছে ক্ষোভ-বিক্ষোভকে ধাওয়া।
একটু নেই কোথা স্বস্তি, দ্বারে দ্বারে কড়া নাড়ে গুপ্তি
অপ্রজ্বলিত জ্বলনি জ্বলে অঙ্গার, খোঁজে শুধু মুক্তি।
কেবা দেবে প্রত্যুক্তি।

প্রিয় জন্মভূমি, লহু নহর কত আর বইবে ভূমি
কত আর বর্ষাবে তুমি- অশ্রুর ভরা বর্ষা মৌসুমী।
সবি জীবন্ত মমি।

দেখতে চাই- সম্পীতির উঠেছে ঢেউ- বক্ষে তোমার
যে আশা পুষেছে মুক্তিযোদ্ধারা, হে জন্মভূমি আমার।

Hits: 69


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ