fbpx
 

নতুন বছর : সোমা মুৎসুদ্দী

Pub: মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

নতুন বছর নতুন খুশি,
ভরুক সবার প্রাণ।
গাইছে পাখি শাখে শাখে,
নতুন ভোরের গান।

ফুটছে গোলাপ পাপড়ি মেলে,
সবুজ পাতার ফাঁকে।
নতুন বছর নতুন সাজে,
সবাইকে আজ ডাকে।

প্রজাপতি উড়ছে দেখো,
মেলে রঙিন ডানা।
নতুন করে হারিয়ে যেতে,
নেই যে কারো মানা।

Hits: 63


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ