fbpx
 

ভোলার মেঘনায় ২ জেলে ট্রলার ডুবি নিখোঁজ-৬

Pub: মঙ্গলবার, আগস্ট ১৪, ২০১৮ ১০:৫৭ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ভোলা প্রতিনিধি॥

ভোলার মনপুরার মেঘনায় প্রবল কবলে পড়ে দুইটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে মেঘনায় ট্রলারে অভিযান পরিচালনা করছে মালিকপক্ষ।
মঙ্গলবার সকাল ৯ টায় মনপুরার সর্বদক্ষিণে ভাসানচর সংলগ্ন মেঘনায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, বাছেদ মাঝি ট্রলারের বাছেদ মাঝি, রিপন, রাসেল, শামীম, জাকির, জান্টু। এদের সবার বাড়ি ভোলা সদর ইউনিয়নের কাচিয়া গ্রামে। এদিকে নোমান মাঝির ট্রলারে সকল জেলে উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন আড়তদার বাবুল মাতাব্বর।
নিখোঁজ জেলেদের আড়ৎদার খালেক মাস্টার জানান, ভাসানচর সংলগ্ন মেঘনার শেষ প্রান্তে ইলিশ শিকারের সময় প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায় বাছেদ মাঝির ট্রলার। এতে দুই জেলে সাঁতরিয়ে উঠতে পারলেও ৬ জেলে নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা নিখোঁজ জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ(ওসি)ফোরকান আলী জানান, ট্রলার ডুবির ঘটনা আড়ৎদাররা জানায়নি। এই মাত্র শুনেছি। তবে তিনি কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার নুরুজ্জামান শেখ জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচালনা করছে।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ