fbpx
 

নারায়ণগঞ্জে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Pub: শুক্রবার, সেপ্টেম্বর ১৪, ২০১৮ ২:০৮ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ঢাকা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ পূর্বাচল উপশহরের ৩শ’ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে লাশগুলো উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় বা তাদের হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও রূপগঞ্জ থানার ওসি মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। তাদের একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, একজনের গায়ে ধুসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট রয়েছে। তবে স্থানীয় কেউ বা পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, কারা, কীভাবে এবং কী কারণে তাদের হত্যা করেছে- এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে এবং অন্যান্য তথ্য হাতে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্ত শুরু হয়েছে।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ