fbpx
 

মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়তে এসপির সঙ্গে শিক্ষার্থীদের শপথ

Pub: রবিবার, সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১১:৫১ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

রেজাউল সরকার (আঁধার), গাজীপুর প্রতিনিধি : মাদক, নারী ও শিশু নির্যাতন এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়তে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম) সঙ্গে প্রায় ১ হাজার শিক্ষার্থী শপথ গ্রহণ করেন।

রোববার সকালে কালীগঞ্জ উপজেলার সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের এবং কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রায় হাজার খানেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের পর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার সামসুন্নাহার বলেন, আজকে তোমরা এখানে যারা দাঁড়িয়ে আছ, কালকে তোমরাই এই দেশটাকে পরিচালনা করবে। তাই সমাজের নানা অসঙ্গতি দূর করে তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে। আর সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদের বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে। সামাজিক এই ব্যাধিগুলো রুখে দিয়ে সমাজটাকে বদলে দিতে হবে। কারণ তোমরাই সমাজকে বদলে দিতে পারো। তবে তার আগে নিজেদের বদলাতে হবে।

তিনি বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন কোন কারণে ভেঙ্গে গেলে, নিজে ভেঙ্গে পড়লে চলবে না। থেমে থাকা যাবে না। আবার নতুন স্বপ্ন দেখতে হবে। কারণ তোমাদের দিকেই দেশ তথা জাতি তাকিয়ে।

পরে তিনি শিক্ষার্থীদের মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে শপথবাক্য পাঠ করান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত প্রমুখ।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ