fbpx
 

ঘূর্ণিঝড় ’তিতলি’র প্রভাবে ভোলায় গুড়িগুড়ি বৃষ্টি

Pub: মঙ্গলবার, অক্টোবর ৯, ২০১৮ ৮:৩৮ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

কামরুজ্জামান শাহীন,ভোলা॥

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘তিতলি’ প্রভাবে মঙ্গলবার ভোর রাত থেকে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আকাশ মেঘলা রয়েছে। মৃদু বাতাস বইছে। কমেছে ভ্যাপসা গরম। কিছুটা শীত অনুভূত হচ্ছে। দীর্ঘ দিন অনাবৃষ্টির পরে বৃষ্টিতে শঙ্কার পাশাপাশি কৃষকের মনে স্বস্তিও ফিরেছে। তবে ঘূণিঝড়ের শঙ্কায় উপকূলবাসী রয়েছেন উদ্বিগ্ন। সাগর কিছুটা উত্তাল রয়েছে। তবে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগরে কোন জেলে নেই। নেই ট্রলার ডুবিতে প্রাণহানির শঙ্কা। রাত ৮টায় সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ