fbpx
 

ভোলার চরফ্যাশনে ৩ শিশুসহ ৭ জেলের জেল-জড়িমান

Pub: বৃহস্পতিবার, অক্টোবর ১১, ২০১৮ ৮:৪৩ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ভোলা প্রতিনিধি॥সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় চরফ্যাশনে ৩ শিশুসহ ৭ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ৩জনকে ৫হাজার টাকা করে জড়িমান ও ৪জনকে ১বছর করে কারাদন্ড দেন।
বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালদের নিবার্হী ম্যাজিট্রেট আবু বকর ছিদ্দিক আদালত এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতদের মধ্যে শিশু আফসার,আওলাদ ও জিহাদ প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড এবং ফরহাদ, শাহাবুদ্দিন, শাহিন ও সাফিককে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।
চরফ্যাশন মৎস্য অসিস সুত্রে জানা যায়,তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ