fbpx
 

ময়মনসিংহে ২৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Pub: রবিবার, ডিসেম্বর ৯, ২০১৮ ১০:৫৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। অন্যদিকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): বাবুল দেবনাথ ও আব্দুস সালাম শেখ (কৃষক শ্রমিক জনতা লীগ) এবং রফিকুল ইসলাম (খেলাফত মজলিস)।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (নাগরিক ঐক্য-বিএনপি) ও মাওলানা মো. তৈয়ব হোসেইন (ইসলামী ঐক্যজোট)। ময়মনসিংহ-৩ (গৌরীপুর): তাইয়েবুর রহমান হিরন (বিএনপি)।

ময়মনসিংহ-৪ (সদর): দেলোয়ার হোসেন খান দুলু (বিএনপি), আমিনুল হক শামীম (স্বতন্ত্র), শাহীনুল আলম (কৃষক শ্রমিক জনতা লীগ) ও মাসউদুল হাসান (গণফোরাম)। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): জাকির হোসেন বাবুল (ওয়াকার্স পার্টি)।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া): মো. আকতারুল আলম ফারুক (বিএনপি), অধ্যাপক জসিম উদ্দিন (জামায়াত-স্বতন্ত্র), মোঃ বিল্লাল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ)। ময়মনসিংহ-৭ (ত্রিশাল): আব্দুল মোমেন (খেলাফত মজলিস), হাবিবুর রহমান (ওয়াকার্স পাটি), আমিনুল ইসলাম সরকার (বিএনপি) ও মোস্তফা আমীর ফয়সল (জাকের পার্টি)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): খিজির হায়াত খান (কৃষক শ্রমিক জনতা লীগ)। ময়মনসিংহ-৯ (নান্দাইল): ইয়াসের খান চৌধুরী (বিএনপি), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহামেদ (জাসদ-ইনু) ও লতিফুল বারী হামিম (গণফোরাম)।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও): মিজবাহ উদ্দিন শাহ (কৃষক শ্রমিক জনতা লীগ)। ময়মনসিংহ-১১ (ভালুকা): অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল (বিএনপি)।

Hits: 1


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ