fbpx
 

ভোলার চরফ্যাশনে ট্রাক উল্টে নিহত-৩

Pub: শনিবার, মে ৪, ২০১৯ ১১:৪১ অপরাহ্ণ   |   Upd: শনিবার, মে ৪, ২০১৯ ১১:৪১ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসনে চরমাদ্রাজ ট্রাক উল্টে আবুজাহের (২৫),আনোয়ার হোসেন (১৫), জাহিদুল ইসলাম(২৭) নামের ৩জন নিহত হয়েছে। নিহত আবুজাহের ট্রাকের চালক ও আনোয়ার হোসেন হেলপার এবং জাহিদুল ইসলাম যাত্রী ছিল।
শনিবার(৪মে) সন্ধায় চরমাদ্রাজের চর নিউটনের সোবহান মাঝীর বাড়ী সংলগ্ন বেড়ী বাঁধে এ দূর্ঘটনা ঘটে।
নিহত চালক আবু জাহের নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। হেলপার আনোয়ার চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ চরনিউটন গ্রামের মৃত দুলালের ছেলে এবং জাহিদুল ইসলাম শাকিব চরমদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন- চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে ট্রাক উল্টে পড়ে ঘটনাস্থলে চালক আবুজাহের ও হেলপার আনোয়ার হোসেন মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর জাহিদুল ইসলাম মারা যান।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ