fbpx
 

হাটহাজারীতে ভেজাল বিরোধী অভিযান শুরু

Pub: Friday, May 10, 2019 7:42 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মোহাম্মদ হোসেন,হাটহাজারী,
বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত জোরদার করেছে হাটহাজারী উপজেলা
প্রশাসন। দীর্ঘ দিন থেকে ভেজাল ঘিয়ের একাধিক কারখানা অভিযানের পরও থেমে
নেই ভেজাল কারবারিরা। রমজানকে ঘিরে হাটহাজারীতে যেমন ভেজাল খাদ্য পণ্য
রমরমা ব্যবসা শুরু হয়েছে তেমনি থেমে নেই ভ্রাম্যমান আদালত।
প্রতিযোগিতামুলক ভাবে চলছে ভেজাল পণ্যের রমরমা বাণিজ্য। ভোগ্যপণ্য থেকে
শুরু করে মাছ, মসলায়ও ভেজাল মেশানো হচ্ছে। সবকিছুতেই ভেজালে আর ভেজাল
সয়লাব হয়েছে। নির্বাহী অফিসার রুহুল আমিন রমজানে ভেজাল বিরোধী অভিযান
জোরদার করেছেন। ১টি পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নের হাট-বাজার ও বিভিন্ন
ব্যবসায়ী প্রতিষ্টানে নিয়মিত বাজার মনিটরিং চলছে। বিভিন্ন স্থানে এই
অভিযান অতিতের চেয়েও এবার অনেকটা সফলতা দেখিয়েছেন উপজেলা প্রশাসন। নকল
ঘি এবার বাজারের মুদির দোকান গুলো থেকে উচ্ছেদ হলেও তার পরও কৌশলে বিক্রি
হচ্ছে নকল ঘি। বাজারে আসল-নকল চেনা দায় হয়ে পড়েছে ভোক্তাদের জন্য। হুমকির
মুখে পড়েছে জনস্বাস্থ্য।ভেজাল বিরোধী অভিযান পরিচালনা হলেও তাতে
ভেজালকারীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দীর্ঘ এত বছর শান্তির এই
উপজেলায় এত ভেজাল পণ্য ছিল বা তৈরি হচ্ছে তা হাটহাজারীবাসী জানা ছিল না।
নতুন প্রজম্ম তরুণতরুনীরা থেকে শুরু করে ঘরের গৃহীনিরা ইউএনও এই অভিযানকে
সাধুবাদ জানিয়েছেন। অভিযানের ফলে এখন সচেতন হতে যাচ্ছে হাটহাজারীর
বেশিভাগ মানুষ।

অভিযানের শেষ নেই,মাছ মাংস,ঘি, ফুচকা,আইচক্রিমসহ নানা পণ্য।এক দিকে
অভিযান অন্য দিকে খাওয়ার অযোগ্য খেজুর চটকদার প্যাকেটে বাজারজাত করা
হচ্ছে। পচেগলে জমাট বেধে যাওয়া খেজুর তাজা করতে তেল মেশানোর ঘটনাও ঘটছে।
এখন শহর ছেড়ে গ্রামের অলিগলি ও অভিজাত বসতবাড়িতেও তৈরি হচ্ছে ‘বাঘা বাড়ি
ঘি’। ডালডার সাথে সেন্ট আর হরেক রঙ মিশিয়ে তৈরি এসব ঘি মোড়ক ও বোতলজাত
করে বাজারে বিক্রি হচ্ছে। চলমান অভিযানে হাটহাজারীর বিভিন্ন বাসাবাড়ি
থেকে এমন ভেজাল ঘিয়ের কারখানা আবিস্কার করে উপজেলা প্রশাসন।

চট্টগ্রামের নিকটতম উপজেলা হাটহাজারী থেকে এ সব ভেজাল ঘিয়ের বড় রকমের
সরবরাহ ছিল শহরের নামীদামী ব্যবসায়ীদের কাছে। হাটহাজারী উপজেলা নির্বাহী
অফিসার রুহুল আমিনের নেতৃত্বে হাটহাজারীর অলিগলেতে পরিচালিত অভিযানে
ইতোমধ্যে বেশ কয়েকটি ভেজাল ঘিয়ের কারখানা ধ্বংস করা হয়েছে। যা এত বছরে
অল্প সমযে একজন ইউএনও এত বড় অভিযান পরিচারনা করতে পারেনি।

গতকাল বৃহস্পতিবার (৯ মে) হাটহাজারী উপজেলার বুড়িশ্চর,নজুমিয়াহাট বিভিন্ন
দোকান থেকে ভেজাল ঘিয়ের কৌটা জব্দ করে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।
গতকালের অভিযানে গুড়োঁ মরিচে পাওয়া যায় ইটের গুঁড়ো। এ সময় বিপুল পরিমাণ
গুঁড়ো মরিচ ধ্বংস করে ইউএনও।

গত মঙ্গলবার(২ মে) হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় পচাব খেজুরে সরিষার তেল
মিশিয়ে ঝকঝকে করে প্যাকেটিং করার সময় দুই বিক্রেতাকে হাতেনাতে ধরেছে
ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা এ অভিযানে
নেতৃত্ব দেন। এ সময় পচা খেজুরে সরিষার তেল মিশিয়ে ঝকঝকে করে প্যাকেটিং
করার সময় দুই বিক্রেতাকে হাতেনাতে ধরা হয়। অভিযানে প্রায় ২৫ কেজি পচা
খেজুর জব্দ করে নষ্ট করা হয়। পাশাপাশি দুই খেজুর বিক্রেতাকে আর্থিক
জরিমানা করা হয়।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ