fbpx
 

ভালুকায় বেতন ভাতার দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Pub: মঙ্গলবার, মে ২১, ২০১৯ ৬:৫৬ অপরাহ্ণ   |   Upd: মঙ্গলবার, মে ২১, ২০১৯ ৬:৫৬ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বেতন ভাতার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে লিও ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

দু’মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে সকালে মহাসড়কে নেমে আসে হাজার হাজার শ্রমিক। প্রায় দেড় ঘন্টার অবরোধে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে কথা বলে। এতে সড়ক অবরোধ প্রত্যাহার না করে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠে। মহাসড়কের দু’পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে ছত্রভঙ্গের চেষ্ঠা চালায়। এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ ফাঁকা গুলি করে। ঘটনার এক পর্যায়ে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। ইট-পাটকে নিক্ষেপ ও ধাওয়া পাল্টা থাওয়ায় নারীসহ বেশ কয়েক জন শ্রমিক আহত হয়।

তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের জন্য মিল কর্তপক্ষের সাথে বৈঠক করেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ