fbpx
 

সিটির মেয়র টিটুর সহযোগিতায় মশক নিধনের কর্মসূচীতে মহানগর যুবলীগ

Pub: বুধবার, জুলাই ৩১, ২০১৯ ৯:৪৫ অপরাহ্ণ   |   Upd: বুধবার, জুলাই ৩১, ২০১৯ ৯:৪৫ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহ নগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধনে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ময়মনসিংহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

বুধবার (৩১জুলাই) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক সহযোগীতায় নগরের ২৭নং ওয়ার্ডে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান।

মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে নগরীর আকুয়া এলাকায় ক্যামিক্যাল স্প্রে এবং ব্লিচ পাউডার ছিটানোসহ ফগার মেশিনের দ্বারা মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এলাকাবাসীকে সচেতন করতে বাড়ীতে বাড়ীতে গিয়ে লিফলেট বিতরণ করেন যুবলীগের নেতাকর্মীরা।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে একটি র‍্যালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় তারা।

যুবলীগের উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন অনুষ্টানে মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান বলেন, ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারনে পাত্রটি ঘষে পরিষ্কার করতে হবে। যে কোনো উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে এবং সকলকে সচেতন হতে হবে।

মহানগর যুবলীগের সপ্তাহব্যাপী এ কর্মসূচি নগরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের পালন করার আহ্বান জানান যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান।

এসময় মহানগর যুবলীগ নেতা আজিজ বিন সোহাগ, মারুফ হোসেন মুন্না, মাহমুদুল হাসান সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ