fbpx
 

না’গঞ্জে এসপি হারুনের মুখপত্র সাজ্জাদ রোমনকে রূপগঞ্জে বদলী

Pub: Friday, November 8, 2019 5:37 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : বিতর্কিত প্রভাবশালী পুলিশ সুপার হারুন অর রশিদের মুখপত্র ডিআই-২ সাজ্জাদ রুমনকে বদলী করা হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার জেলা পুলিশ প্রশাসন তাকে বদলী করে রূপগঞ্জ থানায় পাঠিয়েছে। এসপি হারুনই তাকে বদলী করার সব ব্যবস্থা করে যান। তিনি বর্তমানে স্ত্রীর চিকিৎসায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছে জানা গেছে। একই দিন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জ ত্যাগ করেছেন।
এর আগে সাজ্জাদ রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ পরিদর্শক হিসেবে চাকরি করেছেন। গত বছরের ২ ডিসেম্বর পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জে যোগদানের পরেই তাকে জেলা পুলিশের মুখপত্র করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখার একজন কর্মকর্তা জানান, জনস্বার্থে সাজ্জাদ রুমনকে বদলী করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে শফিউল আজমকে।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ