fbpx
 

ময়মনসিংহে ডোবায় মিলল ২৬ কেজির বাঘাইড়

Pub: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১:০৭ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি ডোবা থেকে ২৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার উপজেলার কুটুরাকান্দা গ্রামের মালিঝি নদীর মুন্সী বাড়ি নামক ডোবা থেকে মাছটি ধরা হয়।

জানা যায়, উপজেলার কুটুরাকান্দা গ্রামের হানিফ উদ্দিন ও তার লোকজন মালিঝি নদীর মুন্সী বাড়ি নামক ডোবায় বৃহস্পতিবার সকালে জ্বাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় ২৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাঘাই মাছ পান। পরে ভাইটকান্দি বাজারে নিয়ে গেলে জেলেরা মাছটি ৩২ হাজার টাকা দিয়ে কিনে নেন।

কুটুরাকান্দা গ্রামের অগ্রণী ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, প্রায় ২০ বছর আগে আমাদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে এ ডোবাটির সৃষ্টি হয়েছিল। তবে এত বড় মাছ আগে কখনও পাওয়া যায়নি।

স্থানীয় সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব জানান, বর্তমানে এ জাতের মাছ এলাকায় দেখা যায় না। বন্যার সময় হয়তোবা অন্য কোথাও থেকে মাছটি এখানে এসে আশ্রয় নিয়েছিল।

Hits: 36


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ