fbpx
 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মসিকের উদ্যোগে নগরের মসজিদ ও এতিমখানাগুলোতে দোয়া মাহফিল

Pub: মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের মসজিদ ও এতিমখানাগুলোতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বাদ আসরের নামাজ শেষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় নগরীর মসজিদ ও এতিমখানাগুলোতে সিটি মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: জহুরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জাহাঙ্গীর, কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা উম্মে হালিমা, লাইসেন্স ইন্সপেক্টর মো: ইফতেখার ইসলাম, সরকারি শিশু সদন (বালক) এতিমখানার ডেপুটি সুপার মো: আসাদুজ্জামান, আল মানার এতিমখানার সুপার মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকীসহ ব্যক্তিবর্গ।

বক্তারা শ্রদ্ধাভরে জাতির জনককে স্মরণ করে আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন নিপিড়ীত মানুষের নেতা। একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই ছিল তাঁর জীবনের একমাত্র স্বপ্ন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়েছে।

Hits: 97


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ