শীর্ষ খবর ডটকম
বিশেষ প্রতিনিধি :
নিরাপত্তার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য কাল বুধবার পুরোনো কারাগারে বসবে আদালত। আদালত বসা সংক্রান্ত আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করবে। এ বিষয়ে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক মানবজমিনকে বলেন, নিরাপত্তার কারণে নাজিম উদ্দিন রোডের কারাগারে বসবে আদালত। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে। বিকালে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। আগামীকাল বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে এই মামলার কার্যক্রম চলত বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে।
শীর্ষ খবর/আ আ