fbpx
 

ডিআইজি মিজানের আগাম জামিন শুনানি দুপুরে

Pub: সোমবার, জুলাই ১, ২০১৯ ১২:৩৫ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

৩ কোটি ২৮ লক্ষ টাকার সমপরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আগামী জামিন আবেদন করেছেন সাময়িক বরখাস্তকৃত পুলিশের আলোচিত উপ-পরিদর্শক (ডিআইজি) মিজান। জামিনের শুনানি দুপুরে।

সোমবার (১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দস জামানের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটির শুনানি হবে।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আদালতে ডিআইজি মিজানের পক্ষে জামিন আবেদনটি করেছেন হাইকোর্টের আইনজীবী মোঃ আসাদুজ্জামান খাঁন।

এর আগে গত সোমবার দুপুরে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

গত ১৯ জুন মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু, এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ