fbpx
 

ভেবেছিলাম পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে’, বললেন লিফটে থাকা একজন

Pub: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০১৯ ২:৪৪ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ঢাকা: জজ কোর্টে মামলার হাজিরা দিতে এসেছিলেন সুজন মিয়া। পুরাতন ভবনের আদালত কক্ষে যেতে লিফটে উঠেছিলেন। কিন্তু এর আগেই লিফট ছিড়ে আহত হন সুজন মিয়া। আদালতের বদলে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে বাসায় নেয়া হচ্ছে। 
তার চাচা মাহফুজ মিয়া জানান, তাদের বাসা ডেমরায়। এক সপ্তাহ পর সুজন ফের হাসপাতালে নিয়ে আসতে বলেছেন  চিকিৎসক। সুজন জানান, যখন লিফট ছিড়ে পড়ছিল তখন ভেবেছিলাম পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে।
কেয়ামত নেমে এসেছে। লিফটের ভেতরের সবাই চিৎকার করছিল। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে তা মেঝেতে ধাক্কা খায়।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ