fbpx
 

বাজেটে মুঠোফোনে বর্ধিত কর বাতিলের দাবিতে মানববন্ধন

Pub: মঙ্গলবার, জুন ২৫, ২০১৯ ১:১৭ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

২০১৯-২০ অর্থবছরের বাজেটে মুঠোফোনে বর্ধিত কর বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, টেলিযোগাযোগ সেবার মান নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমানে প্রধান সমস্যা দফায় দফায় বিনা কারণে কর আরোপ করা। চলতি বাজেটে শুল্ক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব আনার সঙ্গে সঙ্গে অপারেটররা তা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে তা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।

বক্তারা আরো বলেন, গত অর্থবছরে ইন্টারনেটের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করে। পরবর্তীতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করলেও গ্রাহকরা আজ পর্যন্ত কম মূল্যে ইন্টারনেট সেবা পায় নাই। উল্টো চলতি অর্থবছরের বাজেটে নতুন কর ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এ সময় তারা নতুন করে সিম কার্ডের ওপর অতিরিক্ত ১০০ টাকা কর প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক ওমর ফারুক ফাহিম ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ