fbpx
 

ঈদ বোনাসের দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন

Pub: Friday, July 26, 2019 9:07 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

দোকান কর্মচারীদের ঈদ বোনাস ও আগামী ৫ আগস্টের মধ্যে দোকান কর্মচারীদের ঈদ বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

শুক্রবার ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ১০টি খাতে ৬০ লক্ষাধিক দোকান কর্মচারী কাজ করে। সরকারি বেসরকারি সকল কর্মকর্তা-কর্মচারী ঈদ বোনাস পেলেও দোকান কর্মচারী কোনও ঈদ বোনাস পায় না। তারা ঈদ বোনাস থেকে বঞ্চিত। তাই আগামী ৫ আগস্টের মধ্যে এই ৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস পরিশোধ করতে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

এ সময় তারা ঈদ বোনাসসহ ১২টি দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো:

১। ৫ আগস্ট এর মধ্যে দোকান কর্মচারীদের ঈদ বোনাস এবং জুলাই মাসের বেতন পরিশোধ করতে হবে।

২। দোকান কর্মচারী যেন পরিবারের সঙ্গে ঈদ করতে পারে সেজন্য তাদেরকে পর্যায়ক্রমে ছুটি প্রদান করতে হবে। 

৩। দোকান কর্মচারীদের আইডি কার্ড এবং নিয়োগপত্র প্রদান করতে হবে।

৪। প্রতি সপ্তাহে দেড় দিন সপ্তাহিক ছুটি প্রদান করতে হবে।

৫। সকল দোকানে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।

৬। সকল দোকান কর্মচারীকে শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।

৭। দোকান কর্মচারীর মাসিক বেতন নূন্যতম ১৫ হাজার টাকা করতে হবে।

৮। প্রতি বছর বেতন বৃদ্ধি করতে হবে ও কথায় কথায় চাকরিচ্যূত করা যাবে না।

৯। চাকুরি থেকে বিদায় করতে চাইলে শ্রম আইন অনুযায়ী সকল প্রাপ্য পরিশোধ করতে হবে।

১০। মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলাদেশ লিয়াজো কমিটির কো-অর্ডিনেটর একেএম মোস্তফা কামাল এবং ফেডারেশনের অন্যান্য নেতা-কর্মী।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ