fbpx
 

ঘণ্টার ব্যবধানেই পাল্টে গেল রাজধানী, সড়কে সড়কে ভেলা

Pub: মঙ্গলবার, অক্টোবর ১, ২০১৯ ৬:১৭ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে ভারী বর্ষণ শুরু হয়। চলে প্রায় ঘণ্টাব্যাপী। এরপরই পাল্টে যায় রাজধানীর সড়কগুলো চিত্র। প্রায় সব এলাকাতেই কোথাও হাটুপানি, কোথাও কোমরপানি দেখা গেছে।

তবে মানুষের নজর কেরেছে নৌকা-ভেলা। রাজধানীর কিছু এলাকার রাস্তায় নৌকা এমনকি ভেলা পর্যন্ত দেখা গেছে। তাতে চড়ে কিছু পথচারী ও যাত্রী স্বল্প দূরত্বে চলাচল করে।

ওই সময় প্রায় এক দেড়-ফুট পানি ভেঙে যানবাহন চলাচল করে। হাঁটু পানি মাড়িয়ে চলাচল করেন পথচারীরা।

প্রাইভেট কারসহ বেশকিছু যানবাহন সড়কের বিভিন্ন পয়েন্টে আটকা পড়ে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় পরিবহন সংকটের খবরও পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় খোঁড়াখুঁড়ির কারণে পানি জমা পথে চলাচল করতে সমস্যা হচ্ছে।

রাজধানীর যে দিকেই তাকাবেন শুধু পানি আর পানি। থৈ থৈ পানিতে যেন রাজধানী রূপ নিয়েছে নদীতে। প্রায় ঘণ্টাব্যাপী প্রবল বর্ষণে কোথাও কোমড় পানি কোথাও বা হাঁটুপানি।

এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাস্তায় পানি জমে থাকায় বেশি বিপদে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মতিঝিল, পল্টন, কাকরাইল, বিজয়নগর, প্রেসক্লাব, শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যামলী, রোকেয়া সরণি, মিরপুর ১০, মিরপুর ১১, কালশী, বিজয় সরণী, মহাখালী, খিলগাঁও, আরামবাগ, মালিবাগ, শান্তিনগরের বিভিন্ন এলাকায় হাঁটু পানি।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ