fbpx
 

সংস্কৃতি অপরাধ থেকে উত্তরণের বড় হাতিয়ার: আতিকুল

Pub: শুক্রবার, নভেম্বর ১, ২০১৯ ১১:২৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “সংস্কৃতি নেশা, জুয়া, মাদক ও সন্ত্রাস থেকে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার।”

শুক্রবার (১ ন‌ভেম্বর)  রাজধানীর বনানী সিটি কর্পোরেশন মাঠে গারো সম্প্রদায় আয়োজিত ঢাকা ওয়ানগালা-২০১৯ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আতিকুল বলেন, “বাংলাদেশে প্রায় ২৭টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, যাদের সংস্কৃতি ও ঐতিহ্য আমাদেরকে জাতি হিসাবে সমৃদ্ধ করে।”

তিনি বলেন, “আপনারা বাংলাদেশের অহংকার, আমাদের বৈচিত্র্যময় ইতিহাস, ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক। এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং গারো সম্প্রদায় আয়োজিত এই ওয়ানগালা উৎসবটিও একটি কৃষিভিত্তিক সামাজিক অনুষ্ঠান।”

“শস্য উৎসর্গ করার এই ধন্যবাদ অনুষ্ঠানের নাম ওয়াংগালা। যেটি বাঙালির নবান্ন উৎসবের মতোই, বিশ্বের বহু দেশে নানান নামে এই শস্যের জন্য প্রভুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান পালন করে থাকে।”

মেয়র আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গারো সম্প্রদায়সহ সকল নৃ-গোষ্ঠীর যেকোনো প্রয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে।”

এসময়ে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ঢাকা উত্তরের একটি সড়ক গারো সম্প্রদায়সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরকে নিয়ে সমন্বিতভাবে সাজিয়ে দেবার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, “নেশা, জুয়া, মাদক ও সন্ত্রাস থেকে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার হলো সামাজিক-সাংস্কৃতিক উৎসব ও অনুষ্ঠান আয়োজন এবং অংশগ্রহণ। গারো সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর নিজেরা এত সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।”

তিনি আয়োজক কমিটিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে নকমা শুভজিৎ সাংমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ভারতের ত্রিপুরা রাজ্যের এমএলএ বিপ্লব কুমার ঘোষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার প্রমুখ।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ