fbpx
 

পেঁয়াজ আমদানি না করার দাবি

Pub: বুধবার, মার্চ ১৮, ২০২০ ১০:৪৯ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

পেঁয়াজের মৌসুমে অন্তত বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি জানিয়েছেন মো. সিরাজুল ইসলাম। 
বুধবার ১৮ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তিনি।

মানববন্ধনে পেঁয়াজ চাষিদের পক্ষ থেকে তিনি বলেন, আগামী চার মাস পেয়াজ আমদানি না করতে অনুরোধ জানাচ্ছি। এতে কৃষকরা বাঁচবে। পরের বছর কৃষকরা আবারও চাষ করতে উৎসাহিত হবে। 

তিনি আরও বলেন, আমি পাবনা গিয়েছিলাম গতকাল। সেখানে ২০ টাকা দরে পেয়াজ বিক্রি হচ্ছে। অথচ ভারত থেকে আমদানি করা পেয়াজ ৩৫ টাকা করে পড়ছে। এতে কৃষকদের লোকসান হচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, পেঁয়াজ চাষিদের ক্ষতির মুখ থেকে রক্ষা করতে অন্তত পেঁয়াজের মৌসুমে যেন কোন পেঁয়াজ আমদানি করা না হয়।

Hits: 21


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ