fbpx
 

জেএসসি ও এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

Pub: বুধবার, জুলাই ৩, ২০১৯ ১১:০১ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি বছরের ২ নভেম্বর থেকে শুরু হবে জেএসসি পরীক্ষা।  অন্যদিকে, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। 

বুধবার (৩ জুলাই) এ সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই দুই পরীক্ষার সূচি প্রকাশ করে।

পরীক্ষা সূচির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে। এবারও পরীক্ষার শুরুতে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) উত্তর দিতে হবে। 

পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ