fbpx
 

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে নন-এমপিও শিক্ষকরা

Pub: Sunday, October 20, 2019 9:03 PM
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা। রোববার রাত ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ফোনালাপের মাধ্যমে এ বৈঠকের সিদ্ধান্ত হয়। বৈঠকের পর নতুন সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারী শিক্ষকরা।

সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একযোগে এমপিওভুক্তির দাবিতে ১৪ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন।

গত শুক্রবার থেকে আমরণ অনশনে যাওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর ফোন পেয়ে তা স্থগিত করেন শিক্ষকরা। কিন্তু জাতীয় প্রেসক্লাবে ষষ্ঠ দিনের মতো তাদের অবস্থান অব্যাহত রাখেন।

শিক্ষক নেতারা জানান, আজ আলোচনা ফলপ্রসূ হলে আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাবেন তারা। যদি তা না হয় তবে সোমবার থেকে শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে বসবেন।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ