fbpx
 

ভিসি ফারজানার বাসভবনের সামনে চলছে ‘প্রতিবাদী কনসার্ট’

Pub: বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ৯:১৫ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের নিষেধাজ্ঞা ভেঙে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফের বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় তারা পূর্বঘোষিত প্রতিবাদী কনসার্ট আয়োজন করেন।

গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় কনসার্ট মুখর করে তুলেছেন তারা।

চলমান আন্দোলনে সংহতি জানিয়ে এ কনসার্টে গান গাইবেন সিনা হাসান, আহমেদ হাসান সানী, তুহিন কান্তি দাস, নাইম মাহমুদ ও মূইজ মাহফুজ।


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ