fbpx
 

কুবিতে ক্লাসরুমের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

Pub: মঙ্গলবার, মার্চ ৩, ২০২০ ১:৪৫ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

পর্যাপ্ত ক্লাসরুমের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে প্রশাসনিক ভবনের ক্লাসরুমের সামনে অবস্থান নেয় তারা।

এসময় শিক্ষার্থীরা ‘সবাই যখন ক্লাসরুমে, আমরা তখন বাহিরে কেন?’, ‘প্রশাসন জবাব চাই’, ‘প্রশাসনের খবর নাই’, ‘এমসিজে’র ক্লাসরুম নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরবর্তীতে আন্দোলনের অংশ হিসেবে দুপুরের দিকে আমরণ অনশনে বসে বিভাগের ১৩ শিক্ষার্থী। এসময় নার্গিস আক্তার নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়।      

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাংবাদিকতা বিভাগের পাঁচটি ব্যাচের ২৪১ জন শিক্ষার্থীদের জন্য মাত্র একটি ক্লাসরুম রয়েছে। যেখানে ভাগ ভাগ করে ক্লাস-পরীক্ষা নেওয়া হয়। একই সময়ে একাধিক ব্যাচের ক্লাস বা পরীক্ষা থাকলে অন্য বিভাগের ক্লাসরুমে নেওয়া হয়। ঐ বিভাগের ক্লাস থাকলে অসংখ্যবার ক্লাস বা পরীক্ষা চলাকালে আমাদের বেরিয়ে আসতে হয়েছে। এছাড়া, কোনো ল্যাব না থাকায় প্রাকটিক্যাল কোর্সগুলোর বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। 

এদিকে প্রশাসন গত সপ্তাহে সাংবাদিকতা বিভাগের জন্য বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি স্থগিত করা হয়। এর প্রেক্ষিতে আজকের এই আন্দোলন বলে জানান সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আজকের মধ্যে সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন।

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, রবিবার বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করেছি। আজও মিটিং চলছে। আমরা সমাধানের চেষ্টা করতেছি।

Hits: 17


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ