fbpx
 

ইনু-শিরিন-তানসেন নৌকায়, ৪ জন মশালে

Pub: রবিবার, ডিসেম্বর ৯, ২০১৮ ৮:৫০ অপরাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শীর্ষ ৩ নেতা। এছাড়া দলটির আরও ৪ নেতা তাদের দলীয় প্রতীক মশালে নির্বাচন করবেন।

রবিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে পাঠানো দুটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর দেয়া প্রথম চিঠিতে কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে দলটির সহ-সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেনকে নৌকা প্রতীক বরাদ্দ দিতে বলা হয়।

অপর এক চিঠিতে হাসানুল হক ইনু ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শাহ জিকরুল আহমেদ, গাইবান্ধা-৩ আসনে এসএম খাদেমুল ইসলাম খুদি, রংপুর-২ আসনে কুমারেশ চন্দ্র রায় ও বরিশাল-৬ আসনে মো. মোহসীনকে জাসদের প্রতীক মশাল বরাদ্দ দিতে বলেন।

উল্লেখ্য, দশম জাতীয় হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদে নৌকা নিয়ে নির্বাচন করতে যাওয়া তিন জনই সংসদ সদস্য  হিসেবে রয়েছেন।

Hits: 0


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ