শীর্ষ খবর ডটকম
বিশেষ প্রতিনিধি:গত কাল ০৯ এপ্রিল বিকাল ৫-৩০ মিনিটে পূর্ব লন্ডনের ব্লু মুন সেন্টারে স্বনাম ধন্য লেখক ও কলামিস্ট সায়েক এম রহমানের, “অবরুদ্ধ বাংলাদেশ” ‘নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়,বইটিতে বাংলাদেশের চলমান রাজনীতিতে দেশের গণতন্ত্র,মানবাধিকার ও মৌলিক অধিকার বিষয়ে বস্তনিষ্ঠ পর্যালোচনা করা হয়,পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে অনুষ্টিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাবেক মন্ত্রী মোখলেসুর রহমান চৌধুরী।,
ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুর পরিচালনায় শীর্ষ খবর ডটকমের পরিচালক দেলোয়ার হোসেনের পবিত্র কুরআন তেলাওতের মাধ্যমে আলোচনায় অংশ নেন,মাহিদুর রহমান প্রবীণ সাংবাদিক আবু তাহের চৌধুরী,এম এ মালেক,আব্দুল হামিদ চৌধুরী, শীর্ষ খবর ডটকমের প্রধান সম্পাদক ডাঃ আব্দুল আজিজ, ব্যবস্হাপনা পরিচালক প্রথম নিউজ এম এ সালাম ,লুৎফর রহমান ড.এম এ আজিজ,ড. মজিবুর রহমান ,সিনিয়র সাংবাদিক সামসুল আলম লিটন,সিনিয়র সাংবাদিক অলি উল্লাহ নোমান,সলিসিটর ইকরামুল হক মজুমদার,লুৎফুর রহমান, তাজুল ইসলাম,এম এ সালাম, জুবায়ের ফারুক অঞ্জনা আলম,সহ কমিউনিটি নেতৃবৃন্দ।
বক্তাগন অবরুদ্ধ বাংলাদেশ গ্রন্থের লেখক সায়েক এম রহমান বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরে বই রচনা করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য বক্তাগন তাহাকে ধন্যবাদ জানান।সভার শুরুতে সভার সভাপতি বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাবেক মন্ত্রী মোখলেসুর রহমান চৌধুরী। অবরুদ্ধ বাংলাদেশ বইয়ের লিখনি নিয়ে আলোকপাত করেন।
অবরুদ্ধ বাংলাদেশ বইয়ের লেখক সায়েক এম রহমান তিনির বক্ত্যবে পরিশেষে বলেন এবার অবরুদ্ধ বাংলাদেশ নিয়ে লিখেছি আগামীতে মুক্ত একটি বাংলাদেশ নিয়ে নিয়ে লেখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বক্তব্য সমাপ্ত করেন ।
সভায় উপস্হিত ছিলেন আব্দুল মোতালেব লিটন,আবেদ রাজা,শিবলী শহীদ,শেখ মোঃ সাদেক,ফখরুল ইসলাম বাদল,নাসির আহমদ শাহীন,আবুল হোসেন, আজিম উদ্দিন,সৈয়দা নাসিমা, ডালিয়া লাকুরিয়া, সাদিয়া টুম্পা,তাহমিনা হক প্রমুখ।
শীর্ষ খবর/আ আ
সংবাদটি পড়া হয়েছে 1497 বার
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
« মার্চ | ||||||
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |