শীর্ষ খবর ডটকম
যুক্তরাজ্যে যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং যুক্তরাজ্য বি এন পির অন্যতম সাবেক সহ সভাপতি তয়মুজ আলীর ছোট ভাই
মদরিছ আলী বাদশাহ অকাল মৃত্যতে লন্ডন মহানগর বি এন পি সভাপতি মোঃ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবেদ রাজা সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক পকাশ করেন ও সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
উল্লেখ্য জনাব মদরিছ আলী এই বছরে প্রবিত্র হজ্জব্রত পালন শেষে মদিনা অবস্হান কালে হঠাৎ অসুস্ত হয়ে মদিনার একটি হাসপাতালে চিকিৎসা শেষে গত ৮ সেপ্টেম্বর লন্ডনে ফিরে আসেন পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর আবারও অসুস্তা অনুভব করলে এম্বুলেন্স ডাকে তাকে সেন্ট বাথ’ হাসপাতালে নিয়ে য়ায় সেখানেই তিনি হ্রদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে ইন্তিকাল করেন ।
শীর্ষ খবর/আ আ
সংবাদটি পড়া হয়েছে 1219 বার