fbpx
 

শিল্পপতি মরহুম সাইদুর রহমানের আজ ৩৪তম মৃত্যু বার্ষিকী

Pub: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯ ৩:০১ পূর্বাহ্ণ
 
 
 

শীর্ষ খবর ডটকম

  •  
  •  
  •  
  •  
  •  

মরহুম সাইদুর রহমান ছিলেন সাবেক শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভি. পি , মহানগর সেন্ট্রাল ” ল ” কলেজের জি. এস , EX- রিনা টেক্সটাইল মিলস এর চেয়ারম্যান , ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য ও দীর্ঘ দিন কোষাদক্ষের দায়িত্ব পালন করেছেন।

মরহুম সাইদুর রহমানের মিসেস ,এক মাত্র পুত্র এবং দুই কন্যা ।

শিল্পপতি মরহুম সাইদুর রহমানের একমাত্র পুত্র রাকেশ রহমান যিনি ঢাকা দক্ষিণের তারুণ্যের প্রতীক, ঐতিহ্যবাহী পুরান ঢাকার ছেলে।
লেখক ,কলামিস্ট, প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাংলাদেশ সত্যের শক্তি, যুগ্ন মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি ২০ দলীয় জোট।
মরহুমের স্বপরিবার বর্তমানে লন্ডনে বসবাস করছেন।
মরহুম সাইদুর রহমান ছিলেন পাঁচ ভাই ও চার বোনের তৃতীয় ।মরহুমের দুই ভাই ও চার বোন জীবিত রয়েছেন।
বাকী দুই ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা ,লেখক মতিউর রহমান রেন্টু মৃত্যুবরণ করেছেন।

মরহুমের বেড়ে উঠা পুরানো ঢাকায় ।
জীবিত অবস্থায় মরহুমের বহু কল্যান কাজে অবাদান রয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে তার একমাত্র ছেলে লেখক রাকেশ রহমান দেশে বিদেশে সকলের কাছে তার বাবার মাগফেরাতের কামনা করেছেন।

Hits: 7


  •  
  •  
  •  
  •  
  •  

Print

শীর্ষ খবর/আ আ